রাজবাড়ীতে রান্নার মসলার মধ্যে চেতনানাশক ঔষধ দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি
- Update Time : ১০:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ৬৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রান্নার মসলার মধ্যে চেতনানাশক ঔষধ দিয়ে ঘুমে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়। পুলিশ গতকাল ১৩ জুলাই ওই চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে এবং চেতনানাশক ঔষধ জব্দ করেছে।
জানাগেছে, গত ৭ জুলাই রাতের কোন এক সময় অজ্ঞাতনামা চোরেরা রামকান্তপুর ইউনিয়নের রায়নগর সাকিনস্থ মোঃ আমরিুল ইসলাম এর বাড়ির সকলকে খাবারের মধ্যে চেতনানাশক ঘুমের ঔষধ খাইয়ে ঘুমে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি জানান, এ ঘটনার তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এ মামলার সাথে সম্পৃক্ত কিছু আসামী রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর সাকিনস্থ রেল ষ্টেশন এর সামনে অবস্থান করছে। এমন সংবাদ প্রাপ্তিতে রাজবাড়ী সদর থানার একটি চৌকস আভিযানিক টিম বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে
গত ১৩ জুলাই বিকালে ফরিদপুরের কানাইপুরের উলোকান্দা গ্রামের মৃত আালীমদ্দিন শেখের ছেলে মোঃ কামাল শেখ (৪৫), একই এলাকার ভাটি কানাইপুর গ্রামের মৃত রইচ মন্ডলের ছেলে মোঃ রুবেল মন্ডল (৩৫) দ্বয়কে আটক করে এবং মোঃ কামাল শেখ এর ভাড়া ঘরে তল্লাশী করে দুইটি লোহার রড যার সামনের অংশ সুচালো ও ধারালো, একটি প্লাস্টিকের গ্রীপ লাগানো লোহার প্লাস এবং একটি প্লাস্টিকের গ্রীপ লাগানো ছোট স্যালাই রেঞ্চ উদ্ধার করে।
পরবর্তীতে তাদের দেয়া স্বীকারোক্তিমতে একই রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর এলাকায় অভিযান করে বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ অনিক ওরফে বিল্লাল মুন্সী (২৭) কে আটক করা হয়। মোঃ অনিক ওরফে বিল্লাল মুন্সী ভাড়া ঘর তল্লাশী করে চেতনানাশক ঔষধ নরটিন, ডিসোপ্যান-২, পেইস-২, লেপটিক-২, ছোট বড় প্লাস্টিকের কৌটার মধ্যে চেতনা নাশক ঔষধের গুড়া, পলিথিনের মধ্যে হলুদ রংয়ের চেতনা নাশক ঔষধের গুড়া উদ্ধার করা হয়।
এরপর তাদের দেয়া তথ্যমতে রাজবাড়ী থানাধীন আলাদিপুর এলাকায় অভিযান করে ফরিদপুর জেলা সদরের গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত পরশ উল্লাহ মল্লিকের ছেলে মোঃ লালন মল্লিক (৪৮) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী সদর থানা এলাকাসহ রাজবাড়ী জেলার বিবরণ থানা এলাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে সংঘবদ্ধভাবে চুরি, ডাকাতি এবং গরু চুরি করে আসছে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণকে যথাযথ প্রক্রিয়ায় গতকাল রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রে জড়িত অন্যান্য আসামী গ্রেফতারেও রাজবাড়ী থানা পুলিশ তৎপর আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়