গোয়ালন্দে চরমপন্থী নেতা শহিদ মোল্লা পিটিয়ে হত্যা
- Update Time : ১১:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ৫৫৭ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবু ওছিমদ্দিন পাড়া একটি মেহগনি বাগানে পাবনা জেলার চরমপন্থী নেতা মোঃ শহিদ মোল্লা (৪৬) কে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা।
নিহত যুবক মোঃ শহিদ মোল্লা পাবনার আমিন পুর থানার ঢালার চর ইউনিয়নের দূর্গাপুর (পান পাড়া) গ্রামের কানাই মোল্লার ছেলে।
শনিবার (১৩ জুলাই) বিকাল চারটার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নবু ওছিমদ্দিন পাড়ার হাবিবুর রহমান হবির মেহগনি বাগানে অজ্ঞাত পরিচয় ধারীরা বাশ দিয়ে পিটিয়ে এবং হাতুড়ির আঘাতে আহত করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে একটা অটোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীর আলম তাকে মৃত্যু ঘোষণা করে। এসময় তিনি আরও জানান, হাসপাতালে আনার পর রোগী শুধু মাত্র তার নিজের নাম শহিদ এটুকু বলতে পেরেছে তারপরই তার মৃত্যু হয়। তবে পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার খোজ পাওয়া যায় নি।
পুলিশ সুত্রে জানাযায়, আসামির বিরুদ্ধে হত্যা, চাঁদা বাজি সহ চারটি মামলা রয়েছে। প্রাথমিক ভাবে তাকে চরমপন্থী দলের নেতা বলে ধারণা করছেন তারা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, লাশ সনাক্ত করা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজবাড়ী পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়