রাজবাড়ী : অণ্ডকোষ কেটে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- Update Time : ০৯:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৫২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে মোতালেব ওরফে তালেব (৪০) কে অণ্ডকোষ কেটে গড়াই নদীতে ভাসিয়ে দেওয়ার অপরাধে ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, আরেকটি ধারায় ৭ বৎসরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ২জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার বিকেল ৫টার সময় রাজবাড়ী জেলা সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, আরেকটি ধারায় ৭ বৎসরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলো, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মৃত নেপাল বিশ^াসের ছেলে নরেশ বিশ^াস, হাটবাড়ীয়া গ্রামের গোকুল বিশ^াসের ছেলে সবুজ বিশ^াস, নিখিল বিশ^াসের ছেলে বলরাম ওরফে বলাই বিশ^াস, মৃত কুমারেশ মন্ডলের ছেলে সঞ্জিত মন্ডল। এদের মধ্যে বলরাম ওরফে বলাই বিশ^াস ও সঞ্জিত মন্ডল পলাতক রয়েছে।
এসময় অনুপ বিশ^াস ও শুভ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় অভিযোগের দায় হতে বেকসুর খালাস প্রদান করে।
মামলা সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ২৮ এপ্রিল বিকেল ৪টার সময় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীতে মোতালেব ওরফে তালেব (৪০) লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে অণ্ডকোষ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের ভাই মোঃ রমজান আলী শেখ বাদী হয়ে ওইদিনই কালুখালী থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ বলেন, এ হত্যাকান্ডটি লোমহর্ষক। অণ্ডকোষ কেটে হত্যার পর লাশ গড়াই নদীতে ভাসিয়ে দেয়। এ মামলায় ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২জনকে বেকসুর খালাস দিয়েছে। রায়ে আমরা সন্তোষ্ট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়