রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন, ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের সামনে হট্টগোল ও ধাওয়া-পাল্টা ধাওয়া
- Update Time : ১০:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ১৮৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ছাত্রদলের কর্মী সম্মেলন স্থলে ঢোকা ও চেয়ারে বসা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি/সাধারন সহ অন্যান্য নেতাকর্মীদের সামনে হট্টগোলে জরিয়ে পড়ে ছাত্রদল কর্মীরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় কিল-ঘুসি ও চেয়ার ছুরাছুরি এবং নেতাকর্মীদের ছুটাছুটিতে বিচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিবেশ এবং শুরু হয় কর্মী সম্মেলনের মুল কার্যক্রম।
কর্মী সম্মেলনে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দীন নাছির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। সম্মেলন সঞ্চালনা করেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদলের সকলস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সম্মেলন শেষে একই কারণে দ্বিতীয় দফায় আবারও হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সে সময় সম্মেলনস্থল ত্যাগ করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা।
এরআগে কর্মী সম্মেলন শুরুর পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কর্মী সস্মেলনের শুভ সুচনা করেন নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, রাজবাড়ী ছাত্রদল সুশৃচ্ছৃঙ্খল ও সু-সংগঠিত একটি সংগঠন। যার সুনাম রয়েছে। কিন্তু আজকের বিচ্ছৃঙ্খল পরিস্থিতি খুবই দুঃখজনক । এ কর্মসূচিতে কোন নেতাকর্মীর দ্বায়িত্ব পালনে ব্যর্থতা বা পরিবেশ খারাপের সাথে সম্পৃক্ততার পরিচয় পেলে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী রোববার জেলা ছাত্রদলের নের্তৃত্ব পর্যায়ের ৫ জন নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে ব্যাখা দিয়ে আসার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, দ্রুত রাজবাড়ী জেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি দিতে হবে। যারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাদের পুরস্কৃত করা হবে। এটা কেন্দ্রীয় ছাত্রদল ও তারেক রহমানের বার্তা। আওয়ামী লীগের পতন খুব সন্নিকটে। ছাত্রদল সারাদেশে নতুন ভাবে জাগ্রত হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তাদের অবাদ বিচরণ নিশ্চিত করবে। এ অবৈধ সরকার পতনের আন্দোলনে ঢাকায় যে দিন ছাত্রদল একদফা দাবি আদায়ে নামবে, সেদিন আপনারা ছাত্রদলের ব্যানারে রাজবাড়ীকে অচল করে দেবেন এবং আন্দোলন সংগ্রামে সবাই এক হয়ে কাজ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়