রাজবাড়ীতে বিএনপির কারামুক্ত ১২ নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা
- Update Time : ১০:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ১২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সম্প্রতি কারামুক্ত রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক দুটি কেন্দ্রীয় যুবদলের প্রতিনিধিদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন ও বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে কারামুক্ত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতারা দুপুর ১২টায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরে কেন্দ্রীয় কমিটির নেতারা রাজবাড়ী জেলা বিএনপি দলীয় কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।
এরপর কেন্দ্রীয় নেতারা সম্প্রতি বিভিন্ন মামলায় কারামুক্ত রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় ৩১ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় কমিটির নেতারা জেলা কমিটির নেতাদের নির্দেশনা দেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদের নামের তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর জন্য।
এসময় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তরিকুল ইসলাম বনি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য সহসাধারণ সম্পাদক মর্যাদার তরিকুল ইসলাম টিটু, সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য রবিউল ইসলাম রবি, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টুসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র-আমাদের সময়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়