বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন – সাধন, মনি ও খোদেজার বিজয়

- Update Time : ১১:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম : আজ মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার ও পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণত সম্পাদক। এহসানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোটে নির্বাচিত হয়েছেন।
এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে মোঃ মনিরুজ্জামান মনি তালা প্রতীকে ৩১ হাজার ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সনজিৎ রায় চশমা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৪৩৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে খোদেজা বেগম হাঁস প্রতীকে ৪৫ হাজার ৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী আক্তার ফুটবল প্রতীকে ২৮ হাজার ১৮৩ ভোট পেয়েছে।
উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৮১ হাজার ৮ শত ৬৯ জন,পুরুষ ভোটার সংখ্যা ৯৩ হাজার ৮ শত ৮৩ জন,মহিলা ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭ শত ৮৬ জন, মোট ভোটকেন্দ্র ৬৯ টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়