ঈদের আগে ও পরে ৭ দিন পন্যবাহি ট্রাক চলাচল বন্ধ, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৫ ফেরি ও ২০ লঞ্চ

- Update Time : ১০:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপারে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। ঈদের আগের ৩ দিন ও ঈদের পরে ৩দিনসহ মোট ৭ দিন বন্ধ থাকবে পন্যবাহি ট্রাক চলাচল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচলসহ ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের নির্বিঘ্নে করার লক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। সভার সভাপতিত্ব করছেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় ঈদে ঘরে ফেরা ও ঈদ পরবর্তী কর্মেফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পাঁচ দিন ও পরে পাঁচদিন তিনদিন আগে ও তিন দিন পর পর্যন্ত নদী পথে দুর্ঘটনা এড়াতে মালামালবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড ও সড়ক পথে পন্যবাহী পরিবহন বন্ধ থাকবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ২টি ফেরি বাড়িয়ে ১৫ টি ফেরী এবং ৩ টি লঞ্চ বাড়িয়ে ২০টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। দৌলতদিয়া প্রান্তের ঘাট সচল থাকবে ৩টি। পরিবহণ, ফেরি ও লঞ্চে যারা কর্মরত থাকবে তাদের নির্দিষ্ট পোষাক ও ও পরিচয় পত্র বাধ্যতামূলক থাকতে হবে। এ সময় ঘাট হয়ে ২১ টি জেলায় ঈদ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা থাকবে। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা ও তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে। বিআইডব্লিউটিসি’র চাঁদাবাজিসহ বিভিন্ন সেক্টেরের চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অন্যদিকে দৌলতদিয়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে ঘাট দিয়ে ঈদের আগের ৩ দিন ও ঈদের পরে ৩দিনসহ মোট ৭ দিন বন্ধ থাকবে পচনশীল ও জরুরী পন্যবাহি ট্রাক ব্যাতিত সকল পন্যবাহি ট্রাক পারাপার।
অপরদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্র ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়