রাজবাড়ীতে বিশ্ব পানি দিবস পালিত
- Update Time : ১০:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ১২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
“শান্তির জন্য পানি” -এই স্লোগানে রাজবাড়ীতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে এগারোটায় রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী পানি উন্নয় বোর্ডের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাাসনের কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
এসময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পানি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ড. শাহ মুহাম্মদ ইউসুফ।
এসময়, বক্তারা বলেন পানি ব্যাতিত জীবের অস্তিত্ব দেখা যায়না। এ কারনে পানির অপচয় রোধ করে কিভাবে সফল ভাবে ফসল ফলানো যায় পানি সম্পদকে সুষ্ঠু ও সঠিক ব্যবহার করে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা উচিত। দেশের ৫০৫টি নদীর মধ্যে অধিকাংশ নদীতে এখন পানির অস্তিত্ব কম। বিভিন্ন খাল, বিল, ছোট নদী গুলোতে পানির অস্তিত্ব ধরে রাখতে হবে। পানির মধ্যে বর্জ্য পদার্থ, ময়লা আবর্জনা ফেলে তা নষ্ট করা হচ্ছে। এতে জীব বৈচিত্র ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। পানির সুষ্ঠু ব্যবহার করে জীব বৈচিত্র রক্ষায় ভুগর্ভস্থ্য পানির কম ব্যবহার করে নদী, জ্বলাশয় ও খাল বিলের পানি ব্যবহারের উপযোগী করে তা সঠিক ব্যবহার করা প্রয়েজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়