রাজবাড়ীতে জেলা প্রশাসনে উদ্যোগে বঙ্গবন্ধু’র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
- Update Time : ১১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি আরম্ভ হয়।
পুস্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। অতঃপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর শিশুদের নিয়ে অফিসার্স ক্লাব চত্বরে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। সে সময় রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, পিপিএম, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়