রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়, পাংশা ও কালুখালী থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

- Update Time : ১১:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়, পাংশা মডেল থানা ও কালুখালী থানা পরিদর্শন করছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম। তিনি সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীতে অবস্থান করেন।
জানাগেছে, রাজবাড়ী আগমনের শুরুতেই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম পাংশা মডেল থানা, এরপর কালুখালী থানা এবং সব শেষে তিনি রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
পুলিশ সুপারের কার্যালয়ে আগমনের পর রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন সরদারকে ফুলেল শুভেচ্ছা জানান। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পুলিশের একটি চৌকশ দল অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) কে সালামী প্রদান করেন। উল্লেখ্য, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা, কালুখালী থানা বার্ষিক এবং হিসাব শাখা অর্ধ-বার্ষিক পরিদর্শনকালে বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়