রাজবাড়ীতে চোরাই স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকাসহ ৪জন গ্রেপ্তার
- Update Time : ১০:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৭০৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশী অভিযানে চোরাই স্বর্ন বিক্রি করা নগদ এক লক্ষ টাকা ও চোরইকৃত ১ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্নের চেইন সহ ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
গত সোমবার রাতে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতে খারুল আলম প্রধানের নেতৃত্বে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার প্রধান রাজবাড়ী সড়কের বড় বাজারের করিম সু-হাউজের সামনে থেকে চোরাই স্বর্ন বিক্রি করা নগদ ১ লক্ষ টাকা এবং রাজবাড়ী সদর থানার বড় বাজার ঘোষপট্টি সমবায় মার্কেটের ৯নং দোকান নিউ ভেনাস জুয়েলার্স নামক দোকান থেকে ১ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্নের চেইন উদ্ধার করা হয়।
এসময় কালুখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত আইনুদ্দিন মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৮), বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে মোঃ আশরাফুল মন্ডল (২৫), বড় হিজলী গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে শেখ রায়হান (২২), বন্যাতৈল গ্রামের সহাদেব বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩০) দের গ্রেপ্তার করেন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়