রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ পালিত
- Update Time : ১০:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘ঐতিহাসিক ৭ই মার্চ’ ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, বীরমুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে প্রতিযোগিতায় বিজয়ীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও, অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বিভিন্ন পুস্তক প্রদর্শনী করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়