বালিয়াকান্দিতে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- Update Time : ১১:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে মোঃ আকরাম (৩০) নাম এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। মোঃ আকরাম জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল (চরপাড়া) গ্রামের মোঃ আলী আজ্জানের ছেলে।
আসামী আলী আজ্জান, জুলেখা বেগম ও আছিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগের দায় হতে বেকসুর খালাস প্রদান করেন।
সোমবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলী শেখের মেয়ে শারমিন খাতুন (১৫) কে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল (চরপাড়া) গ্রামের মোঃ আলী আজ্জানের ছেলে মোঃ আকরাম। পরে ২ পরিবারের মধ্যে মাঝে আসা যাওয়া হয়। এরপর থেকে প্রায়ই দুই লক্ষ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য শারমিনকে শারীরিক ও মানষিক ভাবে মারপিট, নির্যাতন করে। পরে বাবার বাড়ীতে চলে যায়। আবারও শ্বশুর বাড়ীতে পাঠিয়ে দেন। গত ২০১৯ সালের ৯ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় মারপিট ও নির্যাতন করে শ^াসরোধ করে হত্যা করে। পরে শারমিনের বাবার বাড়ীর লোকজন গেলে লাশ বাড়ীতে রেখে পালিয়ে যায়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন। বিষয়টি নিয়ে থানায় মামলা না নেওয়ায় রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে রেকর্ডের নির্দেশ দেন। ২০১৯ সালের ৩১ অক্টোবর বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়। পরে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়