মেজবাহ্ উল করিম রিন্টুর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
- Update Time : ০৯:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের অত্যান্ত পরিচিত মুখ, তরুণ সমাজকর্মী ছিলেন মেজবাহ্ উল করিম রিন্টু। তিনি পরিচ্ছন্ন রাজবাড়ী গঠনে নিভৃতে কাজ করেছেন। এই মানুষটির শুক্রবার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করে “মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ”। যার মধ্য ছিলো মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, শহরের বড়পুল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। শুক্রবার বিকালে শহরের ঘরছাড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় “মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ”-এর সভাপতি আজিজা খানম সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, আসাদুজ্জামান চৌধুরী বাবলা, নুরুল হক আলম, আশরাফুল আজম শাকিল, আব্দুল হামিদ, সৌমিত্র শীল চন্দনসহ অন্যান্যরা।
রন্টু সম্পর্কে আব্দুল আল মাহমুদ রঞ্জন বলেন, দেখতে দেখতে ৪ বছর আমাদের পরিবার থেকে হারিয়ে গেছে অত্যান্ত জরুরী বন্ধন, হারিয়ে গেছেন আরো শক্তিশালী হৃদয়। রোচনা, ঘরছাড়া, বুনন আার্ট স্পেস, বড়পুল-বিদ্যুত অফিসের বর্তমান টিএসসি চত্বরের সৌন্দর্য বন্ধনের প্রিয় বৃক্ষরাজি, স্বর্ণশিমুলতলা, উদীচী চত্বর, টিআইবি-আাজাদী ময়দানের সহযোদ্ধাদের সবাই আরো আপনার করে খুঁজে ফিরি। মনসুরুল করিম ঠান্ডু বড়ভাই -মেজবাহ উল করিম রিন্টু অবিচ্ছেদ্য এক সামর্থ্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়