আন্ত:ক্লাব ভলিবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগের সেরা যশাই আনসার ও ভিডিপি ক্লাব

- Update Time : ১০:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতা-২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় অপরাজিত চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছে রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই আনসার ও ভিডিপি ক্লাব।
আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই আনসার ও ভিডিপি ক্লাব কিশোরগঞ্জের কটিয়াদির আচমিতা আনসার ও ভিডিপি ক্লাব দলকে ২-০ সেটে পরাজিত করে।
পরে অনুষ্ঠিত হয় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো: রাশেদুজ্জামান, মানিকগঞ্জের সহকারী জেলা কমান্ড্যান্ট মো: এ এস এম রায়হান হেলাল ও ফরিদপুরের সহকারী জেলা কমান্ড্যান্ট মো: টিটুল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা রেঞ্জের ১৩টি জেলার সেরা ১৩ টি আনসার ও ভিডিপি ক্লাব এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়