পদ্মা সেতু হয়ে রাজবাড়ী টু ঢাকা রুটে বিআরটিসি বাস চালুর দাবিতে ডিসি’র কাছে আবেদন

- Update Time : ০৯:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বিআরটিসি বাস চালুর দাবি জানিয়েছে রাজবাড়ীর ১৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এ দাবিতে সোমবার সংগঠনগুলোর পক্ষ থেকে গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদন রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ জুন তারিখে মাওয়া-জাজিরা প্রান্তে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হয়েছে। এরই মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগের এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে কোনো পরিবহন সরাসরি পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে না। যেকারণে রাজবাড়ী-ঢাকা-রাজবাড়ী সহজ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। রাজবাড়ী-ঢাকা-রাজবাড়ী বিআরটিসি বাস চালু করা হলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হতো এবং অনেকেই এর সুফল ভোগ করতো।
জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজ্ঞান চেতনার আহŸায়ক মহিতুজ্জামান বেলাল, রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি খোকন মাহমুদ, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা পাপুন সালেহীন, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, রাজবাড়ী ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ।
জেলা প্রশাসক আবু কায়সার খান এসময় রাজবাড়ী-ঢাকা রুটে বিআরটিসি বাস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাাথে কথা বলবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়