রাজবাড়ীতে সামাজিক সংগঠন “নাগরিক কমিটি”-্এর আত্মপ্রকাশ

- Update Time : ০৬:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৩৩ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“আমাদের প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনা” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে অরাজনৈতিক, অলাভজনক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নাগরিক কমিটির রাজবাড়ীর আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আজাদী ময়দানে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সমিতির সভাপতি মন্ডলীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী নাগরিক কমিটির আত্মপ্রকাশ হয়।
নাগরিক কমিটির সাধারন সম্পাদক ফকির শাহাদত হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রকাশ করেন, সংগঠনের সভাপতি জ্যোতি শংকর ঝন্টু।
জানাযায়, ১৪২২ সালের বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের মূল্যায়ন সভায় সমাজের অসহায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষে চলতি বছরের ২৩ জুন ৩ বছর মেয়াদী রাজবাড়ী নাগরিক কমিটি নামে সামাজিক সাংস্কৃতিক সংগঠন করা হয়। এতে জ্যোতি শংকর ঝন্টুকে সভাপতি এবং ফকির শাহাদত হোসেনকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, মুনিরুল হক, সহ-সাধারন সম্পাদক মোঃ লিয়াকত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেমস হালদার, প্রচার সম্পাদক সৌমিত্র শীল চন্দন, অর্থ সম্পাদক নাজিম উদ্দীন পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান মান্না, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মহিতুজ্জামান বেলাল, নির্বাহী সদস্য আরবান আলী, সুশান্ত কুমার রায়, অরুণ সরকার, গোলাম কাদের, ্যোডঃ মাহবুব রহমান, স্বপন কুমার দাস।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়