১৫ বছরে ১৪ হাজার ব্যাগ রক্ত দিয়েছে বাঁধন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট

- Update Time : ১২:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ৭২ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“বাঁধন” (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট ১৫ বছর শেষ করে ১৬ বছরে প্রদার্পন করেছে। ১৫ বছরে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি বিনামূল্যে ১৪ হাজার ৫৯ ব্যাগ রক্ত প্রদান করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের অফিস কক্ষে কার্যক্রম শুরুর দিবস উদযাপন উপলক্ষে কেঁক কাটেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, “বাঁধন” (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের ছাত্র উপদেষ্টা অানিছুর রহমান, খায়েরুল ইসলাম, রুবেলুর রহমান, এসএস সুমন মাহমুদ, অাব্দুর রহমান, সভাপতি শিউলি বিশ্বাস, সাধারন সম্পাদক রকি অালী সহ সংগঠনের সদস্যরা।
জানাগেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে একদল তরুণ স্বেচ্ছাসেবীর মাধ্যমে ১৯৯৭ সালে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারী কলেজে পরিবার, ইউনিট ও জোনের মাধ্যমে “বাঁধন” এর শাখা কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় ২০০৭ সালের ৭ জুলাই পরিবার হিসাবে “বাঁধন” রাজবাড়ী সরকারী কলেজ অাত্মপ্রকাশ করে। এরপর গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম সুনামের সাথে সফল ভাবে পরিচালনা করায় ২০০৮ সালে পরিবার থেকে ইউনিটে রুপান্তর হয়। এবং ২০১৯ সালের মার্চে পদ্মা জোন গঠন হবার পেছনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখে রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট। এখন পদ্মা জোনের অাওতায় রাজবাড়ী সরকারী কলেজ সহ পাশ্ববর্তী জেলার ৬ টি সরকারী কলেজ ইউনিট রয়েছে।
রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট, পদ্মা জোন সুত্রে জানাযায়, রাজবাড়ী বাঁধনের শুরু থেকে বর্তমান পর্যন্ত ৫২ হাজার ৩৬৪ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। এবং ১৪ হাজার ৫৯শ ব্যাগ রক্ত বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে প্রদান করা হয়েছে। এছাড়া জেলা ও জেলার বাইরে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করে অাসছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়