ঘরমুখো মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়া, নাই ভোগান্তি

- Update Time : ১০:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ৩৫ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদ উল অাযহা`র বাকী অার মাত্র ৩ দিন। এরই মধ্যে রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ী ফিরতে শুরু করেছে মানুষ। ফলে দক্ষিণঞ্চালের প্রবেশদ্বার দৌলতদিয়া চাপ বাড়ছে ঘরমূখো মানুষের।
বুধবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে অাসা প্রতিটি ফেরি ও লঞ্চে ঘরমূখো মানুষদের অাসতে দেখাযায়।
এ সময় ফেরিতে যাত্রীবাহি যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যক হাড়ে মোটর সাইকেল অাসছে। এবং প্রায় প্রতিটি মোটর সাইকেলে ঝুকি নিয়ে নারী ও শিশসহ মালামাল বহন করছে মোটর সাইকেল চালকরা।
এছাড়া সময় যত বাড়বে ততই ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়বে দৌলতদিয়া। তবে দৌলতদিয়া প্রান্তে এসে যাত্রীরা ভোগান্তি ছাড়াই নিদ্দিষ্ট গন্তব্যে যাচ্ছে।
এদিকে দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে নাই কোন যানবাহন। তারপরও অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি ও পশুবাহি কোন যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোতের কারণে ব্যহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। বর্তমানে এরুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে।
ভোগান্তি ছাড়া নিরাপদে দৌলতদিয়া প্রান্তে অাসতে পেরে খুশি যাত্রীরা।
যাত্রী অাছিফ মাহমুদ, রোকনুজ্জামান সহ কয়েকজন বলেন, ঈদে ভোগান্তি ছাড়া এবারই প্রথম তারা বাড়ী ফিরছেন। তাছাড়া বাড়তি কোন ভাড়াও দিতে হয় নাই। এবং দৌলতদিয়া প্রান্তে অনেক গাড়ি অাছে, নিরাপদে বাড়ী যেতে পারছেন। ফলে এবারের ঈদে অানন্দ অারও বাড়িয়ে দিয়েছে। তাদের ভোগান্তি কমেছে পদ্মা সেতুর কারণে।
মাহেন্দ্রা চালক খলিলুর রহমান বলেন, যাত্রীরা অাসতে শুরু করেছে। এবং সময় যত বাড়বে ততই যাত্রীদের চাপ বাড়বে। এবার যাত্রীরা এসে গাড়ি পাচ্ছে। বাড়তি ভাড়াও নিচ্ছেন না। তবে ঈদ হিসাবে ভাড়া কম ভাড়া কম পাচ্ছেন।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপ প্রফুল্ল চৌহান বলেন, ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৭৩০টি যানবাহন দৌলতদিয়া ঘাট ব্যবহার করে নদী পার হয়েছে। এরমধ্যে বাস ১১০টি, ট্রাক ৪০০টি ও ছোট গাড়ি ২২০টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়