রাজবাড়ীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ

- Update Time : ০৭:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধে সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপি কার্যালয়ের প্রবেশ পথে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। একই সাথে তারা বিএনপি কার্যালয়ের দিকে যাবার চেষ্টা করে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাতে বাঁধা দেয়। প্রায় আধাঘন্টা সেখানে বিক্ষোভ প্রদর্শণ শেষে নেতা-কর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে সমবেত হয়।
সেখানে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, ব্যবসায়ী কাজী টিটোসহ আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব, মোঃ ফকরুজ্জামান, এ্যাডঃ শফিকুল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলা শফি, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজিবসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়