রাজবাড়ীতে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৬:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ২৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতায় স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর অায়োজনে অাইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কাজের উদ্বোধন করেন, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী অামিনুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র অালমগীর শেখ তিতু।
বক্তরা বলেন, বিদ্যুৎতের যথাযত ব্যবহার ও সহজিকরণ করতে রাজবাড়ীতে স্মার্ট প্রি-পেইড মিটার ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় অাজ রাজবাড়ীতে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের ঝামেলা, বকেয়া ও লাইন কাটার ঝামেলা থাকবে না। এবং এতে গ্রাহকরা বিলের ওপর ১ শতাংশ ছাড় পাবে। এছাড়া বিভিন্ন সুবিধা রয়েছে প্রি-পেইড মিটারে। মোবাইলের মত রিচার্জ করে এ মিটার ব্যবহার করতে পারবে গ্রাহকরা।
জানাগেছে, অাগামী মে মাসের মধ্যে রাজবাড়ীতে ৩২ হাজার প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষমাত্রা ধরা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়