বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু’র ভাস্কর্য নির্মাণের শুরুতেই গলদ, খুলে যাচ্ছে ইট –

- Update Time : ০৩:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহরের গুরুত্ব স্থান হিসেবে পরিচিত ওয়াপদা মোড়ে নির্মাণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। অথচ ওই ভাস্কর্য নির্মাণের শুরুতেই গলদ প্রত্যক্ষ করা গেছে। নির্মাণাধিন বেদির বালু ও সিমেন্ট দিয়ে গাঁথা ইট স্থাপন করতে না করতেই খুলে যাওয়া শুরু করেছে।
খবর পেয়ে গত শুক্রবার বিকালে ঘটনাস্থাল পরিদর্শন করেছেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান।
ইউএনও জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা শহরের অত্যান্ত গুরুত্ব স্থান ওয়াপদা মোড়। এই মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। যা নির্মাণ করছে রাজবাড়ী জেলা পরিষদ। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তিনি ওই নির্মাণাধিন ভাস্কর্য স্থান পরিদর্শণ করেছেন। তিনিও গিয়ে দেখেছেন, নির্মাণাধিন বেদির বালু ও সিমেন্ট দিয়ে গাঁথা ইট খুলে যাচ্ছে। অথচ মাত্র ৩ সপ্তাহ ধরে এই কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, এই ভাস্কর্যের সাথে জাতির জনকের নাম যুক্ত রয়েছে। ফলে তারা বিষয়টির দিকে অধিক গুরুত্ব দিয়েছেন। নির্মাণ কাজ যাতে সঠিক ভাবে সম্পাদন করা হয় সে চেষ্টা তিনি চালাচ্ছেন। যদিও বিষয়টি জানানোর জন্য তিনি রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমানকে ফোন দিয়ে ছিলেন, তবে তিনি ফোন রিসিভ করেন নি।
বিষয়টির সত্যতা যাচাইয়ে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমানের মুঠো ফোনে কল দিয়ে দেখা যায় ফোনটি বন্ধ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। বেশ কিছু দিন ধরে কাজ চলছে। এতো দিনে সিমেন্ট জমাট বেঁধে শক্ত হয়ে যাবার কথা। সেখানে আঙ্গল দিয়ে চাপ দিলেই তা খুলে আসছে।
ওই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সুমা এন্টারপ্রাইজের প্রোপাইটার সুনাতন রায়-এর দাবী, ইট কিনেছেন তিনি সাড়ে ১০ টাকা প্রতি পিস, অফিস দিচ্ছে ৯ টাকা, এখানে দেড় টাকা ঘাটতি। তাছাড়া ৩০ শতাংশ ব্যাংকে সিকিউরিটি মানি, ১০ শতাংশ জামানত প্রদান এবং এখানে অতিরিক্ত বালু ফেলে ভরাট করতে হয়েছে। যে কারণে ব্যয় বেড়ে গেছে। নিচে বালু থাকায় ইট খুলে গেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়