দৌলতদিয়ায় লঞ্চ যাত্রীদের মাঝে স্বাস্থ্য বিধিতে উদাসীনতা –

- Update Time : ০৮:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া লঞ্চে যাত্রীদের ভীর দেখা গেছে। এসময় যাত্রীদের মাঝে কোন ধরনের স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি। বেশির ভাগ যাত্রীদের মুখে ছিলনা কোন মাস্ক,ব্যবহার করা হচ্ছেনা স্যানিটাইজার। ঢকা সহ বিভিন্ন জেলা থেকে আসা এসব যাত্রীরা স্বাস্থ্য বিধি না মানার কারনে করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। দুর-দুরান্তের এসব যাত্রীরাই বহন করে নিয়ে আসছে করোনা বা ওমিক্রনের ভাইরাস। উদাসিন ভাবে সংক্রমনের ঝুকি নিয়ে এসব যাত্রী সাধারন অবাধে পারাপার হচ্ছে।এতে প্রতিদিনই রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এসব যাত্রীরা যে জেলা গুলেঅতে যাচ্ছে সে জেলা গুলো করোনা বিস্তারের ঝুকি সবচেয়ে বেশি। তবে এসব ক্ষেত্রে লঞ্চ মলিক ও বিআইডব্লিউটি’এ কর্তৃপক্ষের কোন ধরনের কার্যক্রম দেখতে পাওয়া যায়নি। আগে ঘাট এলাকায় ঢুকতে মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করতে দেখা গেলেও এখন আর সেটা চোখে পরছেনা।
স্যানিটাইজার ব্যাবহারে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা নেওয়া হচ্ছে বলে জানায় যাত্রীরা। তার পরও স্প্রে বা স্যানিটাইজার কোন কিছুই দেখা যায়নি লঞ্চে বা লঞ্চ ঘাট এলাকার কোন স্থানে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়