রাজবাড়ীতে পদ্মার পানি কমলেও, কমেনি বন্যার্তদের দূর্ভোগ –

- Update Time : ১১:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কমতে শুরু করেছে রাজবাড়ী অংশের পদ্মার পানি। পানি কমলেও দুর হচ্ছে না বন্যা কবলিতদের ভোগান্তি এবং নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এছাড়া দীর্ঘ দিন পানিবন্দী থাকায় অসহায় হয়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা।
গত ২৪ ঘন্টায় রাজবাড়ী তিনটি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মার পানি। গোয়ালন্দের দৌলতদিয়ায় ১০ সেন্টিমিটার কমে ৬২ ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৯ এবং পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রাবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের গেজ লিডার সুত্রে এ তথ্য জানাযায়।
এদিকে, নিম্নাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় চলাচল, থাকা-খাওয়া, বিশুদ্ধ খাবার পানি ও গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত না অভিযোগ রয়েছে। জেলায় এখন পর্যন্ত ১০ হাজের অধিক পরিবারে ৪০ হাজারের মত মানুষ পানিবন্দি হয়েছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, তালিকা অনুযায়ী ত্রাণ কার্যক্রম চলছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে এবং পর্যায়ক্রমে সকল পানিবন্দি ত্রাণ সহায়তা পাবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়