দৌলতদিয়ায় ১ শ অসহায় যৌনকর্মীকে খাদ্য সহায়তা প্রদান –

- Update Time : ০৩:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনায় আয় – রোজগার কমে অসহায় হয়ে পড়া দেশের সর্ববৃহৎ গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর ১ শ অসহায় যৌনকর্মীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
যৌনকর্মীদের জাতীয় সংগঠন সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ দাতা সংস্হা ইউএন এইডসের অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করে। কর্মসূচির সার্বিক ব্যাবস্থাপনায় ছিল উন্নয়ন সংগঠন পায়াক্ট বাংলাদেশ এর দৌলতদিয়া কার্যালয়।
শনিবার(২১ আগস্ট) বেলা ১১ টায় পায়াক্ট এর নিজস্ব কার্যালয় চত্বর থেকে এ খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১৫ কেজি চাউল, ৪ কেজি আটা, ১ কেজি ডাঊল ,১ কেজি লবন, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ২শ’ গ্রাম হলুদ, ২শ’ গ্রাম মরিচ, ১ টি সাবান, ১টি মাস্ক এবং ২শ’ গ্রাম সরিষার তেল।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রফিকুল ইসলাম, সেক্স ওয়ার্কার্স
নেটওয়ার্কের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাজিয়া বেগম, প্রোগ্রাম সহকারী মো. আরিফুর রহমান সবুজ, নেট ওয়ার্কের স্হানীয় নেত্রী ফরিদা পারভীন, পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল, সুপার ভাইজার শেখ রাজিব প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়