সহস্রাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া আসলো বনলতা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি –

- Update Time : ০২:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে একটি ছোট ইউটিলিটি ফেরিতে দৌলতদিয়া ঘাটে এসেছে প্রায় ১২ শতাধিক যাত্রী ও ১ টি এম্বুলেন্স।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বনলতা নামের ওই ইউটিলিটি ফেরি দৌলতদিয়ায় ৫ নং ফেরি ঘাটে অাসে।
এ সময় যাত্রীদের সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখাযায়ানি। এছাড়া অনেকে মুখে ছিলো না মাস্ক।
এদিকে ফেরি থেকে যাত্রীরা নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মাহেন্দ্রা, অটোরিক্সা, মোটর সাইকেল সহ বিভিন্ন মাধ্যমে গন্তব্যে যাচ্ছে। এতেও নাই স্বাস্থ্যবিধি। এছাড়া দৌলতদিয়ায় নদী পারের জন্য অপেক্ষমান রয়েছে কিছু যাত্রী ও শতাধিক ছোট গাড়ি।
হানিফ, সেলিম সহ কয়েক যাত্রী জানান, তারা ভেঙ্গে ভেঙ্গে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকা, টাঙ্গাইল সহ বিভিন্নস্থান থেকে পাটুরিয়ায় অাসেন। এ সময় পথে পুলিশ বিভিন্নস্থানে নামিয়েও দেয়। পড়ে তারা একটি ফেরিতে ওঠেন । কিন্তু সেখানে ছিলো না কোন স্বাস্থ্যবিধি। একজনের সঙ্গে অারেকজন গাঁ ঘেষাঘেষি করে দাঁড়িয়ে অাসতে হয়েছে। ভোগান্তির শেষ নাই। দীর্ঘ দিন বাড়ী না অাসাতে তারা এখন বাড়ীতে যাচ্ছেন। কিন্তু দৌলতদিয়া থেকে এখন কিভাবে যাবেন বুঝতে পারছেন না। মাইক্রো, মাহেন্দ্রা, অটোরিক্সা সহ বিভিন্ন বাহনে ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়