বালিয়াকান্দিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু –

- Update Time : ০৯:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ২৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান-মোটর সাইকেলের সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম, আব্দুল মান্নান খান (৬৫)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া গ্রামের মসলেম খানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুল মান্নান খানসহ আরো ২জন ভ্যান যোগে আত্বীয় বাড়ীতে যাচ্ছিলেন। উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া এলাকায় পৌছালে দ্রুতগতির মোটর সাইকেল তাদেরকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা আব্দুল মান্নান খানসহ অন্যান্যেরা আহত হয়। তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়