সাত দিনের কড়া লকডাউন : দৌলতদিয়া ফেরি ঘাটে জনস্রোত –

- Update Time : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ঘাটে ঘরমুখি মানুষের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। যদিও সামাজিক দুরত্ব বজায় রাখার কোন বালাই নজরে আসেনি। তবে দৌলতদিয়া ঘাটে গণপরিবহণ না থাকায় ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহানোত হচ্ছে।
যাত্রীরা প্রাইভেটকার-মাক্রোবাস, অটো-টেম্পুসহ ছোট ছোট যানবাহনে অতিরিক্ত টাকা ব্যয় করে গন্তব্যে যাচ্ছেন। যদিও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
সোমবার দিনভর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা ঘুরে দেখাগেছে, এ নৌরুটে ছোট বড় ১৫ টি ফেরি চলাচল করছে।
ফেরিগুলোতে অবাধে পন্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাক্রোবাস, এ্যাম্বুলেন্স ও যাত্রীরা নদী পারাপার হচ্ছে। তবে যাত্রীবাহী কোন পরিবহনকে নদী পারাপার হতে দেখা যায় নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়