রাজবাড়ীতে পন্ড হলো ছাত্রদলের কর্মী সভা –

- Update Time : ১১:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আহবায়ক কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার কর্মী সভা ছিলো আজ শুক্রবার বিকালে। তবে ছাত্রদলের দু’গ্রুপের বিশৃঙ্খলায় সে কর্মীসভা পন্ড হয়ে গেছে। আর এ বিশৃঙ্খল পরিস্থিতি কেন্দ্র থেকে আগত নেতাদের সামনেই ঘটে।
কর্মী সভায় আগত একাধিক নেতা ও কর্মী জানান, কর্মীসভা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তাদির হোসেন তরু, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফসহ কেন্দ্র থেকে আগত ৫জন নেতা। সভার শুরুতেই আগত ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে পুলিশ আগতদের ছত্রভঙ্গ করেন। আর সে কারণেই পন্ড হয়ে যায় ওই কর্মী সভা।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক জানান, এই কর্মীসভায় জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন হবার কথা ছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়