বীর মুক্তিযোদ্ধা দুলাল মোল্লা মানবতা সহায়ক সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ –
রাজবাড়ী বার্তা ডট কম :
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সহায়ক সংস্থার পক্ষ থেকে আজ শুক্রবার বিকালে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন দুলাল মোল্লার স্মরণে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর কলিবর বাজারে একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সহায়ক সংস্থাটি গঠিত হয়।
এ প্রতিষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে রয়েছেন দুলাল মোল্লার সহ-ধর্মীনি মোছাঃ রিজিয়া খাতুন এবং পরিচালনায় রয়েছে ছেলে মোঃ মুরাদ মোল্লা (পুলিশ সদস্য) শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পরিচালক দুলাল মোল্লার একমাত্র ছেলে মোঃ মুরাদ মোল্লা, এ্যাডঃ অভিজিৎ সোম ও মোঃ নজরুল ইসলাম উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।