রাজবাড়ী পৌর এলাকায় ইটভাটা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা আদায় –
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন, লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কৃষি অধিদপ্তরের অনুমোদন না থাকায় আজ শনিবার দুপুরে রাজবাড়ী পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের এবিবি ইটভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
একই সাথে ওই ইট ভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ভাটার সরঞ্জামও জব্দ করা হয়েছে।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও তাপস পাল-এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সে সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, সহকারী পরিচালক মিতা রানী দাসসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।