রাজবাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে টানা হেঁচড়া, বাবা ও দাদীকে মারপিট –
- Update Time : ০৯:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে কু-প্রস্তাব দেয়া পাশাপাশি টানা হেচড়া করতে নিষেধ করায় ওই প্রতিবন্ধীর বাবা ও দাদিকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বুধবার রাজবাড়ী থানায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলার ৮ নং আসামি ফারুক শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ওই প্রতিবন্ধীর বাবা জানান, বেশ কিছু দিন ধরে রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরের মোঃ মালেক মোল্লার ছেলে জুমাত মোল্লা (২১) তার প্রতিবন্ধী মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এর অংশ হিসেবে গত ৪ ডিসেম্বর দুপুরে তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে টানা হেচড়া করে। বিষয়টি তিনি জুমাত মোল্লার পরিবারের সদস্যদের জানান। এতে তারা ক্ষিপ্ত হয়। পরদিন রাত সাড়ে ১২টার দিকে জুমাত মোল্লা ও তার পরিবারের সদস্যরা তাকে ডেকে তোলে। তিনি বাড়ীর গেট খুলতেই আসামিরা তাকে এবং তার মাকে মারপিট করে। সেই সাথে তার স্ত্রীর কাছ থেকে আলমারীর চাবি নিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও ১লাখ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ওই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার এক জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়