বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল, ঢুমাইন একাদশ বিজয়ী –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢুমাইন ফুটবল একাদশ ৩-১ গোলে ট্রাইব্রেকারে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জোকা ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
নারুয়া ইউনিয়ন সম্মিলিত যুব সমাজের আয়োজনে কামরুল হাসানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ঢুমাইন ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক বিশ্বাস। এসময় নারুয়া বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গণি শেখ প্রমুখ।
সঞ্চালনা করেন, নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।