রাজবাড়ী বরাট হাসপাতাল জরাজীর্ণ অবস্থা –

- Update Time : ১০:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ৩৫ Time View
মোঃ শামীম বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বরাট হাসপাতালে ডাক্তার নাই বললেই চলে। প্রতিদিন রোগী এসে ডাক্তার না পেয়ে বাড়িতে চলে যায়। আবার সাপ্তাহিক এক দুই দিন হাসপাতাল খোলা থাকলে ঔষধ না পেয়ে রোগীরা চলে যায়।
এই হাসপাতালে জমির জায়গা দিয়েছে মরহুম হাতেম আলী চৌধুরী, মরহুম সামচুজ্জান চৌধুরী (বাদশা), ছোটভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাফিজুর ইসলাম চৌধুরী, মরহুম আনোয়ার হোসেন মিয়া। মরহুম হাতেম আলী চৌধুরীর ছেলে মোঃ ফজলুল হক চৌধুরী বলেন, আমার বাবা- চাচারা এই হাসপাতাল করার জন্য জায়গা দিয়েছে যাতে এলাকাবাসীরা সেবা পাক।
তিনি আরো বলেন, এই হাসপাতালে এখন মাদকসেবীরা আস্তানা গড়ে উঠেছে। হাসপাতালের টিওবয়েল সহ সব কিছু চুরি করে নিয়ে গেছে। সরকার যদি হাসপাতাল না চালাতে পারে তা হলে আমাদের জায়গা আমাদের কাছে ফিরিয়ে দেক আমরা হাসপাতালটি চালাবো। এলাকাবাসীর দাবী হাসপাতাল টি তিন তলা করা হোক এবং ডাক্তার নার্স যাতে এই হাসপাতালে থাকার ব্যবস্থা করা হোক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়