রাজবাড়ীর বন্ধ থাকা সুইমিং পুল পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব –

- Update Time : ০৬:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ৩৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বন্ধ হয়ে জরাজির্ন অবস্থায় পড়ে থাকা রাজবাড়ী সুইমিং পুল পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল করিম। শনিবার দুপুর ১ টার দিকে তিনি রাজবাড়ী সুইমিং পুল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেখা রানী বালো, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সুকুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সফিকুল হোসেন সফি, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অনেকে।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব সাংবাদিকদের বলেন, এখানে জনবলসহ যে পরিমান খরচ সরকার থেকে দেয়া প্রয়োজন, হয়তো সে পরিমান খরচ মেটানো হচ্ছে না। দেখে মনে হলো সুইমিং পুলটির নানান সমস্যা রয়েছে। সর্বপরি সব মিলিয়ে রাজবাড়ী সুইমিং পুলে বড় ধরনের মেরামত প্রয়োজন বলে মনে করেন এবং পুনরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন ।
জানাগেছে, ২০০৩ সালে নির্মিত হয় রাজবাড়ী সুইমিং পুল। মাঝে মধ্যে চালু থাকলেও পানির পাম্প সমস্যা, বিদ্যুৎ বিল বাকীসহ নানা সমস্যায় প্রায় ১ বছর বন্ধ রয়েছে সুইমিং পুলটির সব ধরনের কার্যক্রম। তবে ২০১৪ সালে তৎকালীন জেলা প্রশাসক স্ইুমিং পুলটি চালুর উদ্যোগ নিয়েছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়