রাজবাড়ীতে “মানবতা সহায়ক সংস্থা”র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ –

- Update Time : ১১:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সহায়ক সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সহায়ক সংস্থার উদ্দ্যোগে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুরের কলিবর বাজার অফিস থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন দুলাল মোল্লার স্মরণে একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সহায়ক সংস্থাটি গঠিত হয়। এ প্রতিষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে রয়েছেন দুলাল মোল্লার সহ-ধর্মীনি মোছাঃ রিজিয়া খাতুন এবং পরিচালনায় রয়েছে ছেলে মোঃ মুরাদ মোল্লা বিতরণ অনুষ্ঠানে পরিচালক দুলাল মোল্লার একমাত্র ছেলে মোঃ মুরাদ মোল্লা এবার করোনা ভাইরাসের কারণে ছুটি না পাওয়ায় তার ছোট বোন স্কুল শিক্ষিকা সারমিন আক্তার শিমু খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় ওই এলাকার ৫০টি অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে পোলার চাউল, সেসাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা ২০১৯ সালের ৫ জুন ঢাকা মেট্রো পলেটিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ৩০ মে তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়