পাংশায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ –

- Update Time : ১১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌরসভার বিষ্ণপুর গ্রামে শাহ আলম মন্ডল (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাহ আলম মন্ডলের বাবার নাম জোহর আলী মন্ডল।
নিহতের স্বজনরা জানিয়েছেন, গত সোমবার বিকালে বাড়ীর অদূরের মাঠে পাওয়ারটিলার নিয়ে যাচ্ছিলেন শাহ আলম মন্ডল। তবে তিনি প্রতিবেশি কলিম উদ্দিনের পাট ক্ষেত দিয়ে যাবার সময় কিছু পাট নষ্ট হয়। এ নিয়ে কলিম উদ্দিনের ছেলে সাইফুল, সলেমান ও সাইফুলসহ অন্যান্যদের সাথে শাহ আলমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা শাহ আলমকে বেধরক পিটিয়ে মারাত্নক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
শাহ আলমের মৃত্যুর খবর নিশ্চিত করে পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ তিনি পাননি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়