ভিডিও ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা ও সুদমুক্ত ঋণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন –

- Update Time : ০৮:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনায় সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় আর্থিক প্রণোদনা ঋণ অথবা সুদমুক্ত ঋণ প্রদানের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে ভিডিও ব্যবসায়ীরা। রবিবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ভিডিও এসোসিয়েশনের সভাপতি মিলন কুমার দে, সাধারন সম্পাদক গাজী মোহাম্মদ ইকবাল পলাশ, সহ-সভাপতি ফরিদ হোসেন, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক সজিব কুমার প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তারা করোনা সংক্রমন রোধে সরকারের নির্দেশনা মেনে ২৩ মার্চ থেকে সব ধরনের সামাজিক ( বিয়ে, জন্মদিন, সুন্নত খাৎনা, সরকারী ও বেসরকারী) অনুষ্ঠানে যাওয়া বন্ধ রেখে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় তাদের আর্থিক প্রণোদনা ঋণ অথবা সুদমুক্ত ঋণ দিলে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার অনুপ্রেরণা পেতেন। মানববন্ধন শেষে ভিডিও ব্যবসায়ীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়