একজন থেকে আর একজনের দূরত্ব সৃষ্টি করেছে- মুনিরা খাতুন –

- Update Time : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ৩৩ Time View
প্রতি বছর রোজা আসে সবার মনে আনন্দ নিয়ে। এবার রোজা এসেছে আনন্দ ভয় দুটো নিয়ে। আমরা প্রত্যেকবার যে ভাবে রোজা ঈদ পালন করি, এবার করোনা মানুষকে তার ৭০ ভাগ কেরে নিয়েছে, কেরে নিয়েছে মুখের হাসি আনন্দ সব।
রোজা পর ঈদ আসে, ঈদের নামাজ পড়ে আনন্দে দিশাহারা মানুষ আজ যেন নিস্তব্ধ। নেই কোন আনন্দ, নেই কোন কথা। করোনা আজ মুসলিম ঈদ যেন ভিন্ন ভাবে উপস্থাপন করছে, একজন থেকে আর একজনের দূরত্ব সৃষ্টি করেছে। ঈদের নামাজ শেষে হয় নি কোলাকুলি, হয় নি হাতের মিলন। হয় নি কাছ থেকে কথোপকথন। জীবনে এই প্রথম এমন ঈদ দেখলো মানুষ।
বর্ণ হীন, আনন্দ হীন, সে এক অন্য রকম ভয় আতংক, এই বুঝি এর সাথে কথা বললে, হাত মিলালে, কাছে দাঁড়ালে করোনা হয়ে যাবে। তারপরও আমাদের দেশের মানুষ থেমে নেই। করোনাকে উপেক্ষা করে যে যার মত ঈদের আনন্দ উপভোগ করতে ব্যস্ত। আবেদন করি আল্লাহর কাছে আমাদেরকে করোনা নামক অভিশাপ থেকে মুক্তি দেন। ঈদ মোবারক।
লেখিকা -মুনিরা খাতুন, শিক্ষক, বিনোদপুর, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়