করোনা পজেটিভ হয়েই যোগদান করলেন ডাঃ জিয়াউল হোসেন –

- Update Time : ০৪:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পুষ্টি দিবসের খাদ্য বিতরণকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুয়ারা খাতুন সুমি কে লালমনিরহাটে বদলীর করা হয়েছে। আর লালমনিরহাট থেকে করোনা পজেটিভ হয়ে আসা ডাঃ জিয়াউল হোসেন কে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
জানাগেছে, ডাঃ জিয়াউল হোসেন লালমনিরহাটে অবস্থানকালেই করোনা নমুনা প্রদান করেন এবং গত ২২ মে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। যদিও করোনা পজেটিভ হবার পর ২৩ মে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। নবনিযুক্ত পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউল হোসেন বর্তমানে রাজবাড়ী জেলা শহরের ভাড়া বাসার হোম আইসোলেশনে রয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, করোনা পজেটিভ হওয়ায় ডাঃ জিয়াউল হোসেনের বাসায় যোগদানের কাগজপত্র পাঠিয়ে স্বাক্ষর করিয়ে আনা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়