বালিয়াকান্দিতে শিলা বৃষ্টিতে ব্যাপক ফসলের ক্ষতি –

- Update Time : ১০:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ২৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিলা বৃষ্টিতে ব্যাপক ফসলের ক্ষতি সাধন হয়েছে। সোমবার রাত ২টার দিকে হঠাৎ করেই বৃষ্টিসহ শিলা বৃষ্টি শুরু হয়। এতে বালিয়াকান্দি, বহরপুর, নবাবপুর ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের নারায়ন দেবনাথ বলেন, রাতে শিলা বৃষ্টিতে গাছের পাতা, পান বরজ, পিয়াজ, রসুন, গমের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। পান বরজে এখন পান নেই বললেই চলে। এ ক্ষতি পুষিয়ে উঠতে পান চাষীদের হিমসীম খেতে হবে।
বালিয়াকান্দি গ্রামের জলিল সরদার বলেন, রাতে শিলা বৃষ্টিতে তার বাড়ীর টিনের ঘরের উপর পড়ে টিন অসংখ্য ফুটো হয়েছে। এখন সুর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করছে। ফলে টিনের ঘরটির নতুন করে টিন লাগানো ছাড়া কোন উপায় নেই।
কৃষক ফারুক হোসেন বলেন, বড় বড় আকারের শিলা বৃষ্টি হয়েছে। এতে লিচু, আম, কাঠাল, মরিচ, পিয়াজ, রসুন, বেগুন, গম, পান বরজ, ধনিয়াসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন বলেন, শিলা বৃষ্টিতে বালিয়াকান্দি ও বহরপুর ইউনিয়নের কিছু অংশ পিয়াজ ও গমের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান নির্ধারণ করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়