রাজবাড়ীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গৃহশিক্ষক গ্রেপ্তার –

- Update Time : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
- / ৩৪ Time View

- রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গৃহশিক্ষক কর্তৃক চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১০) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গতকাল সোমবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ধর্ষক মোঃ আনোয়ার ব্যাপারী (১৮) কে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় সোপর্দ করেছে। আনোয়ার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোঃ লতিফ ব্যাপারীর ছেলে।
র্যাব-৮ ফরিদপুরের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গত রবিবার এক ব্যক্তি ফরিদপুর র্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করেন। ওই অভিযোগে বলা হয় চতুর্থ শ্রেনীতে অধ্যয়নরত তার দশ বছর বয়সি কন্যা সন্তানকে তার গৃহ শিক্ষক মোঃ আনোয়ার ব্যাপারী গত ২১ নভেম্বর রাত ৯টার দিকে প্রাইভেট পড়ানোর সময়ে তাকে একা পেয়ে মারপিট করে গলা টিপে হত্যার করার ভয় দেখিয়ে তাদের বসতঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। অভিযোগকারী ও তার স্বামী বিষয়টি সাথে সাথে অভিযুক্তের মা সহ বাড়ির অন্যান্য লোকদের জানান। তারা এর উপযুক্ত বিচার করবে বলে অভিযোগকারীকে আশ্বাস দেয়। পরে গত ২৮ নভেম্বর অভিযোগকারীর ছেলে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসলে ওই দিন সন্ধ্যায় স্থানীয় লোকজন বসে পারিবারিক ভাবে শালিস বৈঠক করে এবং আসামীকে সামান্য তিরস্কার ও গালমন্দ করে গুরুতর এই বিষয়টির সমাধান হয়েছে বলে জানিয়ে দেয়। অভিযোগকারী ও তার ছেলে ওই শালিস মেনে না নিলে আসামী ও তার পরিবার সদস্যরা বিভিন্ন লোকজন নিয়ে ওই ছাত্রীসহ তাদের পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখায় এবং অভিযোগকারীর ছেলের চাকরির ক্ষতি করবে বলে হুমকী প্রদান করে। যার প্রেক্ষিতে র্যাব সদস্যরা গতকাল সকালে আনোয়ার ব্যাপারীকে তার নিজ বাড়ী থেকে আটক করে রাজবাড়ী থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার ওই ছাত্রীকে মারপিট করে গলাটিপে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করার কথা স্বীকার করেছে। এ ব্যাপারী ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়