কালুখালীতে ৩ কেজি গাঁজাসহ ডিবি’র হাতে কুষ্টিয়ার যুবক গ্রেপ্তার –

- Update Time : ০৬:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ৩১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার কালুখালী এলাকায় আগত একটি যাত্রীবাহি বাস থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি মোঃ রাজু পাহাড় (২৫) নামে এক যুবককে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা গ্রেপ্তার করেছে। রাজু কুষ্টিয়া জেলার দৌলতপুর মহিষকুন্ডু পাকুড়িয়া গ্রামের মোঃ শরাফত পাহাড়ের ছেলে।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় গতকাল রবিবার বিকালে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় পুলিশ সদস্যদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাজবাড়ীর কালুখালী থানাধীন আরিফ খানের বাড়ীর সামনে চেকপোস্ট করে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী নিউ রাজন (পদ্মা গড়াই) পরিবহনে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। ওই সময় যাত্রী মাদক ব্যবসায়ী ও বহনকারী রাজু পাহাড়কে ৩ কেজি গাঁজা’সহ গ্রেফতার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়