কালুখালী : মালামালের সাথে সিসি ক্যামেরাও নিয়ে গেলো চোরেরা –

- Update Time : ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ৫১ Time View

শহিদুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর বাজারে নিজ দোকানের চুরির রেকর্ড সংগ্রহের জন্য সিসি ক্যামেরা স্থাপন করেছেন ওই দোকানের মালিক ও মোহনপুর বাজার কমিটির সভাপতি মো: শহীদুল ইসলাম। সিসি ক্যামেরায় নেট সংযোগ চালু রাখায় রাতে মোবাইলের মধ্যেমে দোকানের সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন ওই দোকান মালিক। গত ১ অক্টোবর সংঘবদ্ধ একদল চোর ওই দোকানে হানা দিলে মোবাইল ফোনের ভিডিও দৃশ্য দেখে চোর তারাতে সক্ষম হন দোকান মালিক শহীদুল ইসলাম। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামের মোজাহার মিয়ার ছেলে।
আজ সোমবার শহীদুল ইসলাম বলেন, গত শনিবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর বাজারে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা তার হাসান সাইকেল স্টোর নামক দোকানের শাটারের লক ভেঙ্গে দোকানে প্রবেশ করে। তারা প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল তালা ভেঙ্গে প্রবেশ করে। এরপর ১০ লক্ষাধিক টাকার মালামাল এবং সিসি ক্যামেরা ও তার সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়