খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে সততা ষ্টোর স্থাপনের অর্থ প্রদান –

- Update Time : ১০:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
- / ৩২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“সবাই মিলে গড়বো দেশ, দুর্ণীতিমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে রাজবাড়ী জেলা দুর্নীতি প্রতিরোধ কর্তৃক সততা ষ্টোর স্থাপনের জন্য “নগদ অর্থ প্রদান অনুষ্ঠান ২০১৯” অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার
খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি প্রফেসর কুদরত আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ তোসলীম উদ্দিন আহমেদ, খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম লাল, খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মোঃ নাজিম উদ্দীন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নগদ অর্থ তুলে দেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা স্কেল প্রদান করেন। এরপর প্রধান অতিথি বিদ্যালয়ের ক্লাস পরিদর্শন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গনে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়