রাজবাড়ী শহর রক্ষা বাঁধের কাজ ধীর গতিতে হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী –

- Update Time : ০২:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
- / ৩৪ Time View

লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রাজবাড়ী শহর রক্ষা বাধের কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে স্প্রিড বোডে পাটুরায়া ঘাট থেকে পদ্মা নদীর ডান তীরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এসে পৌছায়। সেখানে রাজবাড়ী শহর রক্ষা বাধের কাজ ঘুরে দেখেন।
এসময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজবাড়ী শহর রক্ষা বাঁধের কাজ ধীর গতিতে হচ্ছে। এটা শুনে দেখতে এলাম। কাজের গতি একটু কম আছে। সামনে বর্ষা আসছে। আগে এখানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার ব্লক তৈরি হত। এখন সেটি পাঁচ হাজারের বেশি ব্লক তৈরি হবে। আশা করি বর্ষার আগেই নদী শাষনের কাজ অনেকটা শেষ হবে। আর বর্ষা মৌসুমে যাতে রাজবাড়ীতে নদী আর না ভাঙ্গে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়