ভাল কাজের পুরস্কার পেলেন রাজবাড়ীর দশ পুলিশ কর্মকর্তা-

- Update Time : ০৮:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
- / ৩৭ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বিগত মার্চ মাসে ভাল কাজ করার স্বীকৃতি স্বরুপ জেলার দশ জন কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। ক্রেস্ট প্রদান করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ সহ জেলার ৫টি থানা, ডিএসবি, ডিবি, পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ কর্মকর্তারা।
পরে ভাল কাজ করায় শ্রেষ্ঠ তদারকি অফিসার হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, শ্রেষ্ঠ ইন্সেপেক্টর হিসেবে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার করায় সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোক্তার হোসেন, অবৈধ অস্ত্র উদ্ধার করায় শ্রেষ্ঠ ইন্সেপেক্টর হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া ও জিয়ারুল ইসলাম, ওয়ারেন্ট তামিল ও মামলা নিস্পিত্তিতে শ্রেষ্ঠ অফিসার হিসেবে রাজবাড়ী থানার এসআই এনছের আলী ও জেলা গোয়েন্দা শাখার এসআই ফকির হাসানুজ্জামান, ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সদর পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ, মাদক উদ্ধারে শ্রেষ্ঠ অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এএসআই রমজান খন্দকার এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মিঠুন বিশ্বাসকে ক্রেস্ট প্রদান করা হয়।
এর পর রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায়ও সভাপতিত্বে করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম। সভায় জেলা সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়