বালিয়াকান্দিতে বিজ্ঞান মেলা শুরু-

- Update Time : ০৮:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
- / ৩৯ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“ বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মুলশক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ বুধবার একদিনের এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এ সময় দেশের উন্নয়নের স্বার্থেই বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফাহমিদুল হক মিয়াদ, শিক্ষক বেলাল উদ্দিন আহম্মেদ প্রমুখ। মেলার পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়