সংসদে নারী আসন-রাজবাড়ীর খোদেজা নাসরীনসহ আ:লীগের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল –

- Update Time : ০৯:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী হয়েছেন। সংখ্যানুপাতে বিএনপির প্রাপ্ত একমাত্র আসনটিতে কেউ মনোনয়নপত্র দাখিল করতে আসেননি। এ কারণে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসন থাকলেও একজন কম প্রার্থী রয়েছেন।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেম জানিয়েছেন, আজ মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। অতিরিক্ত প্রার্থী না থাকায় আগামী ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরদিন চূড়ান্ত প্রার্থীদের সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, এরপর নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানের আয়োজনে স্পিকারের কাছে গেজেটের কপি পাঠিয়ে দেওয়া হবে। গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের যে ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করলেন : সংখ্যানুপাতে ৪৩ জন আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হয়েছেন। এঁরা হলেন ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফা, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা ও নাহিদ ইজহার খান; চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াশিকা আয়েশা খানম; কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা ও আরমা দত্ত; ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী; বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে মিসেস হোসনে আরা, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান (শেফালী) ও জাকিয়া পারভীন খানম; পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক ও খন্দকার মমতা হেনা লাভলী; সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে গ্লোরিয়া ঝর্ণা সরকার, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম (সাকী), ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশেদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুর থেকে পারভীন হক সিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি এবং নাটোর থেকে রতœা আহমেদ।
এর আগে গত সোমবার দুপুর ১২টার দিকে জাপার চারজন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীকে নিয়ে ইসিতে আসেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এঁরা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরি, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার। এ সময় জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্না, ডা. রুস্তম আলী ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্রের একজন করে প্রার্থী : সংখ্যানুপাতে ওয়ার্কার্স পার্টির একজন সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি দলটির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননের স্ত্রী লুত্ফুন নেসা খান। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নারী আসনের প্রার্থী হয়েছেন সেলিনা ইসলাম। তিনি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের স্ত্রী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়