রাজবাড়ীতে সমকালের সম্পাদক ও প্রতিনিধি’র বিরুদ্ধে যুবলীগ নেতা ফরহাদের মানহানি মামলা-

- Update Time : ০৭:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘পাংশায় তরুণীকে চুল কেটে পিটিয়ে নির্যাতন, অভিযোগ যুবলীগের নেতার বিরুদ্ধে’ শিরোনামে দৈনিক সমকালে সংবাদ প্রকাশ হওয়ায় পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার ও রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনসহ তিন জনের বিরুদ্ধে মানহানি মামলা করেছে পাংশা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর ২ নং জুডিশিয়াল আমলী আদালতে ৫০ লাখ টাকার দাবিতে মামলাটি দায়ের করা হয়। মামলার ১ নং আসামি করা হয়েছে নির্যাতনের শিকার তরুণীকে। ২ ও ৩ নং আসামি যথাক্রমে পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি। মামলার আরজীতে সমকালের জেলা প্রতিনিধির নাম লেখা হয়েছে ‘চন্দন শীল’। আদালত মামলাটি তদন্তের জন্য পাংশা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এদিকে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক অ্যড. খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক করিম ইসহাক, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুনীরুল হক মুনীর, সাধারণ সম্পাদক সেলিনা বিলকিস, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম রিন্টু, সহ সভাপতি ফারুক উদ্দিন, চ্যানেল টুয়েন্টি ফোর রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস সহ স্থানীয় সংবাদকর্মীরা।
এ বিষয়ে দৈনিক সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন বলেন, একজন নির্যাতিতার ঘটনা তুলে ধরতে সংবাদকর্মী হিসেবে দায়িত্ববোধ থেকে সংবাদটি প্রকাশ করেছি। নির্যাতিতা নিজে পাংশা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ফজলুল হক ফরহাদের বক্তব্যও রিপোর্টটিতে রয়েছে। কোনোভাবেই কারো মানহানি করার জন্য সংবাদটি প্রকাশ হয়নি। আমাকে হয়রানীর উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। আমি আইনীভাবেই তা মোকাবেলা করতে চাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়